হোম > ছাপা সংস্করণ

প্রার্থিতা ফিরে পেলেন আব্দুল লতিফ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

অবশেষে প্রার্থিতা ফিরে পেলেন মো. আব্দুল লতিফ সরকার। তিনি পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিরাজগঞ্জের তাড়াশের তালম ইউপিতে ৭ নম্বর ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এর আগে ভোটার তালিকায় তাঁকে মৃত হিসেবে উল্লেখ করা হয়েছিল। সেটি সংশোধন করা হয়েছে।

এর আগে গত ১৭ ডিসেম্বর তাড়াশ উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জল কুমার রায়কে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও আপিল কর্তৃপক্ষ। আব্দুল লতিফকে তালম ইউপির ৭ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ও ইউপি সদস্য পদে বৈধ প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে।

তাড়াশ উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জল কুমার রায় জানান, বর্তমান ভোটার তালিকায় নাম না থাকার কারণে ইউপি সদস্য পদ প্রার্থী মো. আব্দুল লতিফের মনোনয়ন পত্রটি বাতিল করা হয়েছিল। পরে তিনি প্রার্থিতা ফিরে পেতে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, সিরাজগঞ্জ ও আপিল কর্তৃপক্ষ বরাবর লিখিত আবেদন করেন। এতে আপিল শুনানিতে তাঁকে জীবিত ও বৈধ ইউপি সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

এর আগে ১২ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাইবাছাইকালে ভোটার তালিকায় নাম না থাকায় আব্দুল লতিফের মনোনয়নপত্রটি বাতিল হয়ে যায়। পরে ১৩ ডিসেম্বর আপিল করলে ১৮ ডিসেম্বর ভোটার তালিকায় তাঁর নামভুক্ত করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ