গণিতে স্নাতক রাকুল প্রীত ১৮ বছর বয়স থেকে মডেলিং শুরু করেন। ২০০৯ সালে কন্নড় ছবি ‘গিল্লি’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু। এর পর থেকে এই স্টাইলিশ অভিনেত্রী সবার নজর কেড়েই চলেছেন। রাকুল প্রীত রূপচর্চার ক্ষেত্রে বরাবর ভরসা করেন ঘরোয়া টোটকায়। সে জন্য তিনি নিজেই বানিয়ে নেন নানা রকম ফেসপ্যাক।
সূত্র: পিংক ভিলা ও ভোগ ম্যাগাজিন