মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতী নদীর তীরের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান। গতকাল বুধবার দুপুরে তিনি উপজেলার ক্ষতিগ্রস্ত হরেকৃষ্ণপুর গ্রাম পরিদর্শনে যান।
জানা গেছে, গত কয়েক দিন ধরে মধুমতী নদীর তীরে ভাঙছে। ইতিমধ্যে হরেকৃষ্ণপুর গ্রামের ১৫টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের ঝুঁকির মধ্যে রয়েছে ওই গ্রামের আরও প্রায় পঁচিশটি বাড়িসহ বেশ কিছু স্থাপনা।
নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান হরেকৃষ্ণপুর এলাকার জিও ব্যাগ ফেলার জায়গা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মাদ আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ভাঙন এলাকায় দ্রুতই কাজ করা প্রয়োজন। তবে অনুমতি ছাড়া কাজ শুরু করা যাবে না। কবে নাগাদ অনুমতি পেতে পারেন এমন প্রশ্নে বলেন, পারমিশন না পেলে তারিখ বলতে পারছি না। তবে কাল অনুমতি পেলে কালই কাজ শুরু করা হবে।