নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ বহনকারী সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরসহ তিন পুলিশকে মারধর করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে ফতুল্লার তল্লা রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
থানার সহকারী উপপরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। পরে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাকিব, হৃদয় হাসান, সাইদুল ইসলাম ওরফে সাগর ওরফে সাধু, রবিউল, জাহাঙ্গীর, জুয়েল, আতিক হাসান, রাফি, বাবু, মাসুদ রানা, আল আমিন ও কাউসার।
মামলা সূত্রে জানা যায়, গত সোমবার ফতুল্লার তল্লা এলাকায় পলাতক আসামির খোঁজে অটোরিকশায় করে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ দেখে তিনজন লোক দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন একজনকে আটক করতে পারলেও বাকি দুজন পালিয়ে যায়। তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়ার পর সেই তিনজন লোকজন নিয়ে পুলিশের ওপর লাঠি ও রড নিয়ে হামলা করে পুলিশের অটোরিকশা ভাঙচুরসহ চালক ও তিন পুলিশকে মারধর করে। হামলার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, হামলাকারীদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি। তাই প্রাথমিক তদন্ত শেষে মামলা নিতে কিছুটা বিলম্ব হয়েছে।