পটুয়াখালীর কলাপাড়ায় নদী ও সাগর দূষণমুক্ত রাখতে শপথবাক্য পাঠ করেন উপকূলের জেলেরা। গত শনিবার জেলেদের শপথবাক্য পাঠ করান ওয়ার্ল্ড ফিশ ইকোফিস-২ অ্যাক্টিভিটি প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি।
এ সময় উপস্থিত জেলেরা শপথ করেন কোনো ধরনের ছেঁড়া জাল, প্লাস্টিক, অপচনশীল দ্রব্য নদী কিংবা সাগরে ফেলবো না। এ ছাড়া নদী এবং সাগর দূষণ রোধে নিজেদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে।
এর আগে বিকেলে বে-সরকারি স্বেচ্ছাসেবী সংস্থা পাথওয়ে'র উদ্যোগে পাঁচ শতাধিক উপকূলীয় জেলেদের মাঝে লাইফ জ্যাকেট ও শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা। বিশেষ অতিথির বক্তব্য দেন পটুয়াখালী জেলা পরিষদ সদস্য এসএম মোশারেফ হোসেন।