খুলনা নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার একটি মাঠে শুভ হালদার নামে ১১ বছরের এক শিশুকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ইটের আঘাতে তার মাথা থেঁতলে গেছে।
গতকাল রোববার দুপুর ১২টার পর যেকোনো সময়ে নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। নিহত শুভ হাওলাদার নগরীর আনিস বিশ্বাস আদর্শ স্কুলের ২য় শ্রেণির ছাত্র এবং ইব্রাহিম হালদারের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোনাডাঙ্গা আবাসিক এলাকার ১৪ নম্বর রোডের একটি খোলা মাঠের কোনায় রক্তাক্ত অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পায় এলাকার লোকজন। তার মাথা, গলা, হাতসহ একাধিক স্থানে ইটের আঘাতের চিহ্ন দেখা যায়।
হত্যার সময় দুর্বৃত্তদের সঙ্গে শিশুটির ধস্তাধস্তির আলামত পেয়েছে পুলিশ। সেখান থেকে রক্তমাখা একটি ইট উদ্ধার করা হয়। ঘটনাস্থলটি নির্জন হওয়ায় হত্যাকারীরা নির্বিঘ্নে শিশুটিকে হত্যা করে পালিয়ে যায় বলে পুলিশের ধারণা।
নিহতের বাবা ভাঙারি বিক্রেতা ইব্রাহিম হাওলাদার জানান, শুভ তাদের একমাত্র সন্তান। সকালে ছেলেকে নাশতা খাইয়ে ভ্যান নিয়ে তিনি বাইরে বের হন। মা-ও ঘরের বাইরে যায়। নিজ সন্তানের হত্যার খবরে বারবার মূর্ছা যাচ্ছিলেন বাবা-মা। এমন নৃশংস হত্যার ঘটনায় এলাকায় শোকবস্থা বিরাজ করছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য লাশ খুমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছে না পুলিশ।
নগরীর সোনাডাঙা থানার ওসি মোমতাজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, নিহত শিশুটির মাথা, গলা ও শরীরের একাধিক স্থানে ইটের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শিশু হত্যাকারীদের গ্রেপ্তারে সব ধরনের চেষ্টা চলানো হবে।