টানা চতুর্থবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউপির চেয়ারম্যান সমর কুমার চট্টোপাধ্যায়কে গণসংবর্ধনা দিয়েছে ইউনিয়ন আওয়ামী লীগ।
তা ছাড়া ওই অনুষ্ঠানে ধনতলা ইউপির তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নির্বাচিত ৯ জন সাধারণ ইউপি সদস্য এবং ৩ জন সংরক্ষিত নারী ইউপি সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ধনতলা ইউনিয়নের দলুয়া উচ্চবিদ্যালয় মাঠে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ধনতলা ইউনিয়ন আওয়ামী লীগ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, ধনতলা ইউনিয়ন আ.লীগের সভাপতি দুলাল রব্বানী প্রমুখ বক্তব্য রাখেন।