হোম > ছাপা সংস্করণ

৬৯৩ মণ্ডপে পূজার আয়োজন

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে। পূজা ঘিরে মণ্ডপে মণ্ডপে সব প্রস্তুতি সম্পন্ন করতে গতকাল শনিবার ব্যস্ত সময় পার করেছেন পূজা কমিটির লোকজন ও কারিগরেরা।

আগামীকাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা শুরু হবে। এ উৎসব সামনে রেখে প্রতিমাশিল্পীরা রাতদিন পরিশ্রম করে রং-তুলির আঁচড়ে রাঙিয়ে তুলছেন দেবী দুর্গাকে। মণ্ডপে মণ্ডপে তৈরি হচ্ছে বিশাল প্যান্ডেল।

বগুড়া জেলা পূজা উদ্‌যাপন পরিষদের দেওয়া তথ্যে, এ বছর জেলার ১২টি উপজেলায় ৬৯৩টি মণ্ডপে দুর্গাপূজা উদ্‌যাপন করা হবে। এর মধ্যে সদর উপজেলায় ১১৯, শাজাহানপুরে ৫৭, শেরপুরে ৮৬, ধুনটে ৩৭, সারিয়াকান্দিতে ২৩, গাবতলীতে ৭৭, সোনাতলায় ৫০, শিবগঞ্জে ৬০, কাহালুতে ৩৭, দুপচাঁচিয়ায় ৪০, আদমদীঘিতে ৬৩ ও নন্দীগ্রাম উপজেলায় ৪৪টি মণ্ডপ রয়েছে।

তবে সদর উপজেলার একটিতে ও সারিয়াকান্দির আরও একটি মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত না হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি দীলিপ বাবু।

জানতে চাইলে বগুড়া পৌর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ বলেন, ‘দুর্গোৎসব ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা আমাদের নেই। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপন করা হবে।’

জানতে চাইলে বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-ভারপ্রাপ্ত) তানভীর হাসান বলেন, দুর্গোৎসব ঘিরে জেলার পূজামণ্ডপগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থার করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ