হোম > ছাপা সংস্করণ

নিখোঁজ নারীর চার দিন পর লাশ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইনে রিমা আক্তার (২০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় মিঠামইন সদর ইউনিয়নের মিস্টার কাঁচা সড়ক থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। রিমা আক্তার মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া শেখের হাটির আজগর আলীর মেয়ে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘাগড়া গ্রামের মীর বাড়ির আমিরের সঙ্গে রিমা আক্তারের বিয়ে হয়েছিল। বছর দেড়েক আগে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। তাদের জামির নামে তিন বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। রিমা আক্তার চট্টগ্রামের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। কয়েক দিন আগে তিনি গ্রামের বাড়িতে আসেন। গত চার দিন ধরে রিমা আক্তারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মিঠামইন-ঘাগড়া সড়কের ঢালে মিস্টার কাঁচা সড়কে তাঁর লাশ দেখতে পায় এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ লাশ রিমার মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠান।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী আজকের পত্রিকাকে বলেন, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি পরিষ্কার হবে। তবে, পুলিশ এই রহস্য উদ্‌ঘাটনের জন্য অনুসন্ধান অব্যাহত রেখেছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ