ইউরোপিয়ান ফুটবলে গত মৌসুমটা অম্ল-মধুর কেটেছে লিওনেল মেসির। জাতীয় দলের হয়ে সাফল্য পেলেও ক্লাব ফুটবলে সময়টা ভালো যায়নি মেসির। আঁতুড়ঘর বার্সেলোনা ছেড়ে তাঁকে পাড়ি জমাতে হয়েছিল প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। সেখানেও সময়টা খুব ভালো যায়নি মেসির।
সব মিলিয়ে এই সময়ে কমেছে মেসির বাজারদরও। গত এক বছরে মেসির মূল্য হ্রাস পেয়েছে ৪০ মিলিয়ন ইউরো। মেসির সতীর্থ নেইমারের মূল্য হ্রাস পেয়েছে ৩৮ মিলিয়ন ইউরো। এ তালিকায় সবার ওপরে আছেন এডেন হ্যাজার্ড ও ফিলিপ্পে কুতিনহো। এ দুজনের বাজার মূল্য কমেছে ৪২ মিলিয়ন ইউরো।