জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা ইসলামের জন্য নানামুখী উদ্যোগ নিয়েছেন। তিনি প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করে দিচ্ছেন। যেখানে পাঠাগারসহ লেখাপড়ার ব্যবস্থা থাকবে। শিবপুরে মসজিদ-মাদ্রাসাগুলোতে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। মানুষের প্রতি তাঁর ভালোবাসা রয়েছে। উন্নত দেশে দ্রুতই পরিণত হবে ’
গতকাল শুক্রবার দুপুরে শরীয়তপুরের শিবচর উপজেলার বাহাদুরপুরে ৩ দিনব্যাপী ওয়াজ মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। চিফ হুইপ আরও বলেন, ‘রোহিঙ্গাদের বিপদের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন। বিশ্বে ধনী মুসলিম রাষ্ট্র রয়েছে। ভৌগোলিকভাবেও বড় অনেক রাষ্ট্র রয়েছে। কিন্তু সেই দেশগুলো রোহিঙ্গাদের পাশে দাঁড়ায়নি। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী বিশ্ব মুসলিমকে নেতৃত্ব দিয়েছেন।’
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান প্রমুখ।