হোম > ছাপা সংস্করণ

গাছ ও ফুলের শহীদ মিনার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

গ্রিলে ঘেরা সুসজ্জিত ফুলের বাগান। বাগানের এক কোণে কাঁটা মেহেদী গাছ। সেই গাছগুলো কেটে দেওয়া হয়েছে শহীদ মিনারের আদলে। এরপর সেটি গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে।

এভাবে তৈরি নান্দনিক এই শহীদ মিনার ইতিমধ্যে এলাকায় সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই এই শহীদ মিনারের ছবি প্রকাশিত হওয়ার পর ব্যতিক্রমী এই উদ্যোগকে সাধুবাদ জানান অনেকেই।

এই শহীদ মিনার দিনাজপুরের খানসামা উপজেলার সাবেক গুলিয়ারা গ্রামের সাবেক গুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৈরি করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে সরেজমিন ওই স্কুলে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে দেখা যায়। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস বলেন, ছোট বেলা থেকেই বাগানের প্রতি তাঁর আগ্রহ। সেই আগ্রহ থেকেই বাগানে গাছ ও ফুল দিয়ে বিভিন্ন প্রতীক ও স্তম্ভ তৈরি করেন তিনি। এর মধ্যে শহীদ মিনারটি আজ নতুন সাজে সেজেছে।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম এ মান্নান বলেন, সাবেক গুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে তৈরিকৃত শহীদ মিনারটি সত্যি প্রশংসার দাবিদার। এটির পেছনে যারা শ্রম ও মেধা ব্যয় করেছেন, তাঁদের সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ