হোম > ছাপা সংস্করণ

মালিকেরা খোঁজ নেন না পরিবহন শ্রমিকদের

ময়মনসিংহ প্রতিনিধি

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহেও টানা তৃতীয় দিনের মতো পালন করা হয়েছে পরিবহন ধর্মঘট। পরিবহন মালিক-শ্রমিকদের আকস্মিক ডাকা ধর্মঘটের কারণে গতকাল নগরীর মাসকান্দা, পাটগুদাম ব্রিজের মোড় ও কাঁচিঝুলি টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি।

গণপরিবহন বন্ধ থাকায় গতকালও বিপাকে পড়েছেন সাধারণ যাত্রী ও শ্রমিকেরা। মালিকেরা শ্রমিকদের খোঁজও নেন না বলে অভিযোগ করেছেন তাঁরা।

স্থানীয় সূত্রে ও সরেজমিনে জানা গেছে, টানা তিন দিনের ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। গতকাল রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে যোগ দিতে অফিসগামী চাকরিজীবীরা বিপাকে পড়েন। অনেকেই কয়েকগুণ বেশি ভাড়ায় মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশায় গন্তব্যে রওনা হন।

আবার কেউ কেউ ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা, মোটরবাইকের মতো বিকল্প পরিবহনে ভেঙে ভেঙে গন্তব্যে ছুটে গেছেন। এ জন্য দুই থেকে তিন গুণের চেয়েও বেশি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।

এ বিষয়ে জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে পরিবহনের ভাড়া সমন্বয় করা না হলে কিংবা জ্বালানির বর্ধিত মূল্য প্রত্যাহার না করলে ধর্মঘট চলবেই।

এদিকে ধর্মঘটের কারণে পরিবহন শ্রমিকেরা বেকার হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন। তারা বলছেন, তিন দিন ধরে পরিবহন চলাচল বন্ধ থাকায় তাঁদের রুটি-রুজিও বন্ধ হয়ে গেছে। কোনো মালিক তাদের খোঁজ-খবর পর্যন্ত নিচ্ছেন না। অনেকেই কষ্টে দিনাতিপাত করছেন বলেও জানান তাঁরা।

এনা পরিবহনের চালক মো. হাসেম বলেন, ‘তিন দিন ধরে গাড়ি বন্ধ থাকায় অনেক সমস্যার মধ্য দিয়ে দিনাতিপাত করতে হচ্ছে। সমস্যার সমাধান করে অচিরেই গাড়ি চালু না করলে আমাদেরর না খেয়ে মরতে হবে।’

ফুলবাড়িয়া থেকে ঢাকাগামী আলম এশিয়া পরিবহনের চেয়ারম্যান এমদাদুল হক বলেন, ‘ডিজেলের দাম বৃদ্ধির সঙ্গে ভাড়া সমন্বয় না করলে কোনোভাবেই রাস্তায় গাড়ি চালানো সম্ভব নয়। সরকার বিষয়টি বিবেচনা করে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন বলে আশা করি। আমরাও চাই, সাধারণ মানুষ কোনোভাবেই ভোগান্তির শিকার না হোক।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ