চৌদ্দগ্রাম উপজেলার ১২ ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৩ ইউপিতে নতুন প্রার্থী ও বাকি ৯ ইউপিতে বর্তমান ইউপি চেয়ারম্যানেরাই প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। এ নিয়ে গত সোমবার দিনব্যাপী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্থানীয় সাংসদ ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে ১২ ইউপিতে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
নতুন ৩ ইউপি চেয়ারম্যান প্রার্থীরা হলেন ২ নম্বর উজিরপুর ইউপিতে নায়িমুর রহমান মজুমদার মাসুম, ৬ নম্বর ঘোলপাশায় এ কে খোকন ও ১০ নম্বর বাতিসা ইউপিতে কাজী ফখরুল ইসলাম ফরহাদ। এ ছাড়া পুরোনো চেয়ারম্যানেরা হলেন কাশিনগর ইউপিতে মোশারেফ হোসেন, কালিকাপুরে মাহবুব হোসেন মজুমদার, শ্রীপুরে শাহজালাল মজুমদার, শুভপুরে খলিলুর রহমান মজুমদার, মুন্সিরহাটে মাহফুজ আলম, কনকাপৈতে জাফর ইকবাল, চিওড়ায় মো. একরামুল হক, জগন্নাথদীঘিতে জানে আলম ভুঁইয়া ও গুণবতী ইউপিতে সৈয়দ আহাম্মদ খোকন।