হোম > ছাপা সংস্করণ

চাঁদা না দেওয়ায় কারখানায় হামলা, তিনজন আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডায়িং কারখানায় ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল একটি চক্র। সেই চাঁদা না দেওয়ায় তারা কারখানায় হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় পিটিয়ে ও কুপিয়ে কারখানার তিন শ্রমিককে আহত করে চক্রটি।

গত শুক্রবার বিকেলে ফতুল্লা থানার লালপুর এলাকায় চাঁদ নিট কম্পোজিটে এই হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিনজনকে দেশি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহাদাৎ হোসেন বাচ্চু, সুলতান মাহমুদ ও মীর সাজু। তাঁরা ফতুল্লার সস্তাপুর ও লালপুর এলাকার বাসিন্দা।

শ্রমিকেরা জানান, শুক্রবার বিকেল ৫টায় ৬০-৭০ জনের একদল সশস্ত্র যুবক কারখানার প্রধান ফটকে হামলা চালান। নিরাপত্তা প্রহরী ও শ্রমিকেরা বাধা দিলে তাঁদের ওপরও হামলা চালান ওই যুবকেরা। পরে একটি গাড়ি থেকে ১০-১২ জন বের হয়ে কারখানায় ঢুকে ভাঙচুর চালান। এতে পুরো কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কারখানা কর্তৃপক্ষ ফতুল্লা থানা-পুলিশকে জানায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে শাহাদাৎ হোসেন বাচ্চু, সুলতান মাহমুদ ও মীর সাজু নামের তিনজনকে হাতেনাতে আটক করে। তাঁদের কাছ থেকে বেশ কয়েকটি ধারালো অস্ত্র জব্দ করা হয় এ সময়।

হামলার বিষয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম জনি আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক দিন ধরে শাহাদাৎ হোসেন বাচ্চু ও তাঁর লোকজন ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। আমরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি কারখানায় হামলাসহ আমাকে তুলে নিয়ে হত্যার হুমকিও দেন। এ ঘটনায় আমি ফতুল্লা থানায় সাধারণ ডায়েরিও করেছিলাম। সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ার কারণেই এই হামলা করা হয়েছে।’

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, হামলার ঘটনায় কারখানার ব্যবস্থাপক বাদী হয়ে মামলা করেছেন। মামলায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। হামলার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বাকিদের শনাক্তের চেষ্টা চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ