শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগরে বিশেষ অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের শরিফুল ইসলাম ওরফে ডলার শেখ, আ. কাদির (৪০), শেখ ইমরান মোক্তার (২৯) ও সুজন (৩২)।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘তাঁরা সবাই জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।