বিএনপি কেন্দ্রীয়ভাবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্র হিসেবে ভোটের মাঠে সরব। ইতিমধ্যে প্রচার চালাচ্ছেন জেলা ও উপজেলার হেভিওয়েট নেতারা। সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার ১৭ ইউপির মধ্যে ৯ টিতে জেলা ও উপজেলা বিএনপির ১৪ নেতা ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেখা গেছে কোনো কোনো ইউপিতে মূল প্রতিবন্ধিতায় রয়েছে বিএনপি নেতারা।
আগামী ২৮ নভেম্বর সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার ১৭ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ইভিএম এ ভোট হবে সদর উপজেলার লক্ষনশ্রী ইউপিতে। এ ইউপিতে আনারস প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান চেয়ারম্যান ও জেলা কৃষক দলের সদস্যসচিব আব্দুল ওয়াদুদ। মোল্লাপাড়া ইউপিতে মোটরসাইকেল প্রতীকে ভোট যুদ্ধে আছেন বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা মো. নুরুল হক। রঙ্গারচর ইউপিতে মোটরসাইকেল প্রতীকে বিএনপি নেতা ও বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল হাই। মোহনপুরে ঘোড়া প্রতীকে লড়ছেন দলীয় নেতা মছিহুর রহমান।
গৌরারং ইউপিতে টেবিল ফ্যান প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা নেতা ফুল মিয়া, আনারস প্রতীক নিয়ে মো. সামসুল হক এবং অটোরিকশা প্রতীক নিয়ে ভোট যুদ্ধে আছেন শহিদুল ইসলাম। এ ছাড়া অন্য ইউপিতে সরব রয়েছেন বিএনপির নেতাকর্মীরা।