সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নে মাগুরাডাংগা যুব সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা জয় মা কালী ফুটবল মাঠে গত শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলার উদ্বোধন করেছেন মিনিস্টার গ্রুপের ডিভিশনাল ম্যানেজার হাসানুর রহমান হাসান।
খেলায় বাবু সঞ্জয় সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণেশ দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন মেম্বার শেখ মইনুল ইসলাম। খেলাটি সার্বিকভাবে পরিচালনা করেন মৃত্যুঞ্জয় মণ্ডল, সুভংকর মণ্ডল, বিশ্বজিৎ মণ্ডল, পবিত্র সরকার প্রমুখ।
খেলায় নির্ধারিত সময়ে তালা ভোরের আলো ফুটবল একাদশ ৩-০ গোলে বন্ধুমহল চাঁদপুর একাদশ কে পরাজিত করে জয় লাভ করেন।