গাজীপুরের শ্রীপুর উপজেলার আট ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাচাই-বাছাইয়ে অবৈধ হওয়া প্রার্থীদের মধ্যে পাঁচ প্রার্থী আপিল করে তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর মধ্যে একজন চেয়ারম্যান, একজন সংরক্ষিত মহিলা সদস্য এবং তিনজন সাধারণ সদস্যসহ রয়েছেন। গতকাল শনিবার দুপুরে আপিল শুনানি শেষে তাঁদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ।
বৈধ হওয়া প্রার্থীরা হলেন প্রহলাদপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার জাকির হোসেন, বরমী ইউনিয়নের ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী হাবিবুন নেছা মিমি, কাওরাইদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য পদপ্রার্থী মো. জাকির হোসেন হিরন, গাজীপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য পদপ্রার্থী মো. মেহেদী হাসান ছালাম এবং মাওনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য পদপ্রার্থী মো. মাসুদ রানা।