হোম > ছাপা সংস্করণ

পরিচ্ছন্ন নির্বাচন চান প্রার্থীরা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ২৮ নভেম্বর কেরানীগঞ্জের ১১টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।

ইতিমধ্যে ৮ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এতে নির্বাচনের জৌলুশ কিছুটা কমে গেলেও প্রতিটি ইউপির সদস্য প্রার্থীরা প্রচার জোরদার করেছেন। সব প্রার্থীই চান একটি অংশগ্রহণমূলক পরিচ্ছন্ন নির্বাচন।

ইউপি নির্বাচন নিয়ে আলোচনা চলছে ভোটারের মধ্যে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জ উপজেলার ১১টি ইউপির ৩ টিতে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই ৩টি ইউপিতে চেয়ারম্যান প্রার্থী রয়েছে ১৫ জন। এ ছাড়া ১১টি ইউপিতে ৯৯টি সদস্য ও ৩৩টি সংরক্ষিত সদস্য (মহিলা মেম্বার) পদে ইতিমধ্যে ২১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। বাকি পদগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭৩ জন প্রার্থী।

গত ১২ নভেম্বর প্রতীক বরাদ্দের পরপরই ব্যাপক প্রচারণায় নেমেছেন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। তবে গতকাল শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় নির্বাচনী প্রচারে যুক্ত হয়েছে ভিন্ন আমেজ। পথসভা, মোটরসাইকেল শোভাযাত্রাসহ লিফলেট বিতরণ করেছে প্রার্থীরা। চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের পদচারণায় চাঞ্চল্য ফিরে এসেছে বিভিন্ন এলাকার অলিতে গলিতে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ৮টি ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন না হওয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মেম্বার প্রার্থীরাই।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আঃ আজিজ বলেন, ‘আশা করি আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে পারব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ