পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় নোয়াখালীর চাটখিল উপজেলার ৮ নম্বর নোয়াখলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার এই ঘটনার পর বিকেলে তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও চাটখিল থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঘাসিপুর গ্রামের মৃত তাবু মিয়ার ছেলে হৃদয়, শ্রীনগরের খোরশেদ আলমের ছেলে রনি এবং সজীবের নেতৃত্বে অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয়জন গত শনিবার স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মাসুদের নির্বাচনী প্রচারণায় বাধা দেয়। এ সময় প্রচার মাইক ও প্রচারের কাজে থাকা কর্মীর মোবাইল ফোন ভাঙচুর করা হয়।
দ্বিতীয় দফায় গতকাল দুপুরে সিরাজুল ইসলাম মাসুদ তাঁর সমর্থকদের নিয়ে সোনাচাকা বাজার থেকে কাউসার মেম্বারের বাড়ির সামনে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাঁর ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। তাঁর কর্মীরা এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। তা ছাড়া হামলাকারীরা মাসুদের মোবাইল ফোন, পকেটের টাকা ও মোটরসাইকেল নিয়ে যায়।
এ সময় সন্ত্রাসীরা মাসুদকে প্রচারণা চালালে হত্যার হুমকি দেয়। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
সিরাজুল ইসলাম মাসুদ সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। তা ছাড়া নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।
চাটখিল উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, প্রার্থীরা নির্বাচনকালীন কোনো হামলার শিকার হলে অভিযোগ
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ন কবির অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।