দেশের বিভিন্ন সড়কে শিক্ষার্থী নিহতের প্রতিবাদে, সিলেটে পর্যাপ্ত গণপরিবহন চালুর দাবিতে এবং শিক্ষার্থীদের চলমান হাফ পাসের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ। গত বৃহস্পতিবার নগরের চৌহাট্টা পয়েন্টে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক মো. নাবিল এইচের সভাপতিত্বে এবং মহানগর সংসদের শিক্ষা ও গবেষণা সম্পাদক নাহিদ হাসান প্রান্তিকের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এমসি কলেজ সংসদের সভাপতি পংকজ চক্রবর্তী জয়, মহানগর সংসদের দপ্তর সম্পাদক সন্দীপ দাস, দক্ষিণ সুরমা সংসদের সাংগঠনিক সম্পাদক মিজু আহমেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে গণপরিবহন ব্যবস্থা থাকলেও সিলেটে পর্যাপ্ত গণপরিবহনের ব্যবস্থা নেই। যার ফলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চালকদের কাছে জিম্মি হয়ে গেছেন। অতিরিক্ত ভাড়ার মাধ্যমে প্রতিদিন সাধারণ মানুষের পকেট কাটা যাচ্ছে।