নড়াইলের কালিয়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপজেলা কার্যালয়ের হিসাব সহকারী সঞ্জয় কুমার বিশ্বাসকে (৩৩) মারধর করে টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার সন্ধ্যায় পৌর শহরের ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কালিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন সঞ্জয় কুমার বিশ্বাস।
অভিযোগের বিবরণে থেকে জানা গেছে, অফিসের কাজ শেষ করে সোমবার সন্ধ্যা ছয়টার দিকে কালিয়া পৌর শহরের ভাড়া বাসায় ফিরছিলেন সঞ্জয়। পথিমধ্যে ডাকবাংলো এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা ৪ যুবক হঠাৎ তাঁকে ঘেরাও করে মারপিট শুরু করেন।
একপর্যায়ে ওই যুবকেরা সঞ্জয়ের মানিব্যাগে থাকা ২০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যান। পরে স্থানীয়রা সঞ্জয়কে উদ্ধার করে কালিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মো. আমান উল্লাহ আল বারী বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ছিনতাইকারীদের শনাক্তসহ টাকা উদ্ধারের চেষ্টা চলছে।’