হোম > ছাপা সংস্করণ

মাদ্রাসা সুপার নিয়োগে অনিয়মের অভিযোগ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

দোয়ারাবাজার উপজেলায় নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার সুপার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। গত ১১ অক্টোবর দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে সুপার নিয়োগে অনিয়মের লিখিত অভিযোগ করেন মাওলানা মো. সিরাজুল ইসলাম। অভিযোগের প্রায় এক মাস পেরিয়ে গেলেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তদন্ত হয়নি।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসা। মাদ্রাসার সুপার নিয়োগে মানা হয়নি কোনো নিয়ম। নিয়োগ কমিটি ছাড়াই নরসিংপুর দাখিল মাদ্রাসার বর্তমান সুপার মাওলানা সাদিকুর রহমান নিয়োগ কমিটির স্বাক্ষর জাল করে নিজের নিয়োগ নিজেই দিয়েছেন। বর্তমান সুপার এর আগেও মাদ্রাসার বিভিন্ন অনিয়মের কারণে কারাভোগ করেছেন। তাঁর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। পরে দুর্নীতি দমন কমিশন (দুদক) সেই অনিয়ম ও দুর্নীতি বিষয়ে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে।

অভিযোগে নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার বর্তমান সুপার নিয়োগ এবং মাদ্রাসার সার্বিক বিষয়ের তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার বর্তমান সুপার মাওলানা সাদিকুর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এই মাদ্রাসা আমার হাতেই গড়া। ২৫ বছর বিনা বেতনে এই মাদ্রাসায় চাকরি করেছি। নিজের পৈতৃক সম্পত্তি এই মাদ্রাসায় দান করেছি। এখানে একটি গ্রুপ রয়েছে, তাঁরা আমার ও মাদ্রাসার বিরুদ্ধে শুরু থেকেই উঠেপড়ে লেগেছে। আমার নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ। সরকারি নিয়ম ও বিধি অনুযায়ী হয়েছে।’

এ ব্যাপারে দোয়ারাবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান বলেন, ‘একটি অভিযোগ পেয়েছি। এখনো তদন্ত হয়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ