অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে সংগৃহীত ১ লাখ ৫৩ হাজার ৯০৬ পুরোনো লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র ধ্বংস করেছে প্রশাসন। গত সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাচন অফিস চত্বরে কার্ডগুলো পোড়ানো হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম হাবিবুর রহমান জানান, ইতিমধ্যে এক লাখ ৫৩ হাজার ৯০৬টি স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। বিতরণের সময় আগের পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র জমা নেওয়া হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জমা পড়া পুরোনো জাতীয় পরিচয়পত্র আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান উপস্থিত ছিলেন।