আগামী সপ্তাহে হতে যাওয়া ‘এ’ দলের ভারত সফরে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ মিঠুন। গত জুন-জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরেও দুই সংস্করণে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কত্ব করেছিলেন মিঠুন। বাংলাদেশ ‘এ’ দল ভারতে যাবে ৯ অক্টোবর।চেন্নাইয়ে তামিলনাড়ুর বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দল খেলবে দুটি চার দিন আর তিনটি ওয়ানডে। চার দিনের ম্যাচ শুরু ১২ অক্টোবর। পরেরটি শুরু ১৯ অক্টোবর। বড় দৈর্ঘ্যের ক্রিকেট ‘এ’ দলের হয়ে খেলবেন মুমিনুল হক, সাদমান ইসলাম, সাইফ হাসান, এনামুল হক বিজয়ের মতো জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা। তবে ‘এ’ দলে মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহর মতো তারকারা নেই।
মুশফিক-তামিম খেলবেন ১০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগে (এনসিএলে)। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গতকাল আজকের পত্রিকাকে বললেন, ‘ভারত সফরে দুই সংস্করণেই মিঠুন অধিনায়ক। মুশফিকুর রহিম ও তামিম ইকবাল এনসিএল খেলবে। মুশফিক চোট থেকে ফিরে ১৭ অক্টোবরের পর খেলবে। তবে রিয়াদ (মাহমুদউল্লাহ) এখন খেলছে না।’
‘এ’ দলের কোচিং স্টাফে থাকছেন মিজানুর রহমান বাবুল, তালহা জুবায়ের, রাজিন সালেহরা।
লাল বলের বাংলাদেশ ‘এ’
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, তৌহিদ হৃদয়, জাকির আলী অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ ও এনামুল হক বিজয়।