ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি করেছে একটি চক্র। গত শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও মো. সোহাগ হোসেন।
ইউএনও বলেন, ‘শনিবার বিকেলে একটি চক্র আমার ব্যবহৃত সরকারি মোবাইল ফোন নম্বরটি ক্লোন করে একজন ইউপি চেয়ারম্যানসহ বিভিন্নজনের কাছে ফোন করে টাকা দাবি করেছে।’
উপজেলার ঘাটাইল ইউনিয়নের চেয়ারম্যান হায়দার আলী জানান, চক্রটি তাঁর কাছে নির্বাচন বিষয়ে জানতে চায় এবং ১০ হাজার টাকা মোবাইল ফোনে পাঠিয়ে দিতে বলে। বিষয়টি সন্দেহ হলে তিনি ইউএনওকে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার এবং কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করে উপজেলা প্রশাসনের ফেসবুক পেজ থেকে সতর্কতামূলক পোস্টও দেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি নিয়ে একটি সাধারণ ডায়েরি করে রাখতে বলেন।