বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নাহিদ সুলতানা তৃপ্তিকে নৌকায় ভোট দিয়ে জয়ী করার লক্ষে বর্ধিত সভা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯টায় সান্তাহার ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে ছাতনীতে সান্তাহার ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এই সভা হয়।
সান্তাহার ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সমাজ খান এতে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিক এতে সঞ্চালনা করেন।
সভায় বক্তব্য দেন বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু রেজা খান, যুগ্ম সম্পাদক নিসরুল হামিদ ফুতু, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম খান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।