চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি বাজারের একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে আশপাশের তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে চারজন আহত হয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল শনিবার দুপুরে বাগানবাড়ি বাজারের মায়ের দোয়া মিষ্টান্ন ভান্ডারে মিষ্টি তৈরি করার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় হঠাৎ গ্যাসের চুলা থেকে পাইপে আগুন লেগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এরপর স্থানীয় বাসিন্দা ও বাজারের ব্যবসায়ীদের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তবে এর মধ্যে পাশের দোকানগুলো বন্ধ থাকায় মোট তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুন নেভাতে গিয়ে তিনজন আহত হয়েছেন। এরা হলেন নবীর হোসেন (৩৬), সুফি আহমেদ (২৬), আক্কাছ (৩৫) ও সুরুজ (৩২)।
মায়ের দোয়া মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী মো. সুরুজ মিয়া জানান, অগ্নিকাণ্ডে দোকানের প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকানদার বিপ্লব জানান, আগুনে তাঁর প্রসাধনী দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে। পাশের মিষ্টির দোকানে আগুনের সূত্রপাত। এখন সব পুঁজি হারিয়ে পরিবার নিয়ে বিপাকে।
বাগানবাড়ি বাজার কমিটির সাধারণ সম্পাদক জিসান মিয়া বলেন, আগুন লাগার খবর পেয়ে বাজারের ব্যবসায়ী ও পথচারীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।