পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট আজ। নানা শঙ্কার মধ্যেও সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল ছাড়াও বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে আছেন। গতকাল মঙ্গলবার নীলফামারী, দিনাজপুর ও গাইবান্ধার বিভিন্ন উপজেলার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত:
ডোমার (নীলফামারী): উপজেলার ১০ ইউনিয়ন পরিষদে সকাল ৮টা হতে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। মোট ৯০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৭টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া নির্বাচনে ৫৪ চেয়ারম্যান প্রার্থী, ১২৯ সংরক্ষিত নারী সদস্য ও ৩৪৫ সাধারণ সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০ ইউনিয়নে মোট ৯০ হাজার ৮১৯ পুরুষ ও ৮৭ হাজার ৯১২ নারী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
চিরিরবন্দর (দিনাজপুর): উপজেলার ১২টি ইউনিয়নে ১০৯ প্রিসাইডিং, ৮০৪ সহকারী প্রিসাইডিং ও এক হাজার ৬০৮ পোলিং কর্মকর্তা এ নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৩, সংরক্ষিত (নারী) সদস্য ১৪৯ ও সাধারণ সদস্য পদে ৩৮৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পার্বতীপুর: উপজেলার বেলাইচন্ডি, মন্মথপুর, চণ্ডীপুর, মোমিনপুর, মোস্তফাপুর, হাবড়া, হামিদপুর ও হরিরামপুর ইউনিয়নের ভোট গ্রহণ হবে আজ। ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদের ৫২ জন, সংরক্ষিত নারী সদস্য ১১২ জন ও সাধারণ সদস্য পদে ৩০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, সীমানা জটিলতার কারণে পঞ্চম ধাপের নির্বাচনে রামপুর ও পলাশবাড়ী ইউনিয়নে ভোট হচ্ছে না।
সাঘাটা (গাইবান্ধা): আজ বুধবার সাঘাটা উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার ৯টি ইউনিয়নের ৯১টি ভোটকেন্দ্রে ১ লাখ ৯৮ হাজার ৯৮৪ ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৯৯ হাজার ৪২ জন নারী ভোটার ৯৯ হাজার ৯৪২ জন। এসব ভোটকেন্দ্রের জন্য ২৫টি মোবাইল টিম ৪টি স্ট্রাইকিং টিম ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিজিবি প্রশাসনের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা পুলিশ ও আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। ৯ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৫৩, সংরক্ষিত নারী সদস্য ১৩৫ ও সাধারণ সদস্য পদে ৩৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ফুলছড়ি: উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। গত সোমবার মধ্যরাতে প্রার্থীদের প্রচার শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার ভোটকেন্দ্রে নির্বাচনী মালামাল পাঠানো হয়। এ ছাড়া উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে ইভিএমের মাধ্যমে গ্রহণ হবে।
নির্বাচনে মোট ৩৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫৭ কেন্দ্রে ৫১ হাজার ১৭২ পুরুষ ও ৫১ হাজার ৫৬৪ নারীসহ মোট ১ লাখ ২ হাজার ৭৩৬ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
গোবিন্দগঞ্জ: উপজেলার কামারদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ আজ। নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, সাধারণ সদস্য পদে ৪০ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি কেন্দ্রে ২৫ হাজার ১৬ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।