হোম > ছাপা সংস্করণ

মধুপুরে আগুনে পুড়ল চারটি দোকান

মধুপুর প্রতিনিধি

মধুপুরে এক অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে গেছে। উপজেলার টাঙ্গাইল সড়কের মালাউড়ীতে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। এতে প্রায় ১৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা। খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন ও মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন।

এই অগ্নিকাণ্ডে জামান মেশিনারিজ, মা-বাবার দোয়া স্টোর, একটি ডিমের আড়ত ও রঙের দোকান পুড়ে যায়। ঘরের মালিক সোলায়মান হোসেন বলেন, দোকানের ভাড়াটিয়ারা প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি চলে যান। সাড়ে দশটার দিকে জানতে পারি দোকানে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপণ দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জাপান মেশিনারিজের মালিক আমির হোসেন জানান, প্রায় সাড়ে চার লাখ টাকার মেশিনারিজ পুড়ে গেছে। মোজাফ্ফর হোসেনের মা-বাবার দোয়া স্টোর মুদি পণ্যে ভরা ছিল। তাঁর অন্তত ৮-৯ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এ ছাড়া ডিমের আড়ত ও রঙের দোকানেও ব্যাপক ক্ষতি হয়েছে। সব মিলিয়ে প্রায় ১৮ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার হেমাইল কবীর জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আনতে দুইটি ইউনিটের ১৬ জন কাজ পালন করেন। এই অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ