হোম > ছাপা সংস্করণ

মাঈনুদ্দিনের বাবাকে দোকান ভাইকে দেওয়া হবে চাকরি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রামপুরায় বাসচাপায় নিহত শিক্ষার্থী মাঈনুদ্দিন ইসলাম দুর্জয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। গতকাল মঙ্গলবার রামপুরার তিতাস রোডে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। এ সময় আতিকুল ইসলাম মাঈনুদ্দিনের বাবা আব্দুর রহমানকে একটি স্থায়ী দোকান ও বড় ভাই মনির হোসেনকে সিটি করপোরেশনে ড্রাইভারের চাকরি দেওয়ার আশ্বাস দেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমি ঢাকা উত্তর সিটি করপোরেশনের সেবক হিসেবে আপনাদের কাছে এসেছি। মাইনউদ্দিনকে আল্লাহ নিয়ে গেছেন। আমরা সবাই দোয়া করি সে যেন জান্নাতবাসী হয়। আমার বড় ভাইও গাড়ি দুর্ঘটনায় তরুণ বয়সে মারা গেছেন। তখন দেখেছি, আমার বাবা-মা কত কষ্ট পেয়েছেন।’

মা রাশিদা বেগম আহাজারি করে বলেন, ‘আমার ছেলের বড় হয়ে সরকারি চাকরি করার ইচ্ছা ছিল।’ মেয়র আতিকুল ইসলাম সান্ত্বনা দিয়ে বলেন, ‘আজকে আপনাদের কথা দিতে চাই, আমি আপনাদের সঙ্গে আছি, উত্তর সিটি করপোরেশন আপনাদের পাশে আছে।’

এ সময় দুর্জয়ের বাবার চা ও মুদি দোকানের ট্রেড লাইসেন্স হাতে তুলে দেন ডিএনসিসির মেয়র আতিক। সেই সঙ্গে দোকানে মালামাল ওঠানোর জন্য দেন নগদ ৫০ হাজার টাকা।

দুর্জয়ের বাবা আব্দুর রহমানকে একটি স্থায়ী দোকান ও বড় ভাই মনির হোসেনকে চাকরি দেওয়ার বিষয়ে আতিকুল ইসলাম বলেন, ‘সিটি করপোরেশনে ড্রাইভার নিয়োগ করব। যদি লাইসেন্স থাকে তাহলে ড্রাইভার হিসেবে মাঈনুদ্দিনের ভাই মনিরকে শিগগিরই নিয়োগ দেওয়া হবে। আর মাঈনুদ্দিনের বাবার জন্য সিটি করপোরেশনের যেকোনো জায়গা খুঁজে আমি স্থায়ী দোকান করে দেব।’

গত ২৯ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে রামপুরা টিভি রোডের পলাশবাগ এলাকায় বাসচাপায় নিহত হয় মাঈনুদ্দিন। সে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফলের অপেক্ষায় ছিল। পরিবার জানিয়েছে, মাঈনুদ্দিন তার ভগ্নিপতি সাদ্দাম হোসেনের সঙ্গে রাস্তা পার হচ্ছিল। এ সময় অনাবিল পরিবহনের একটি বাস আরেক পরিবহনের একটি বাসের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে মাঈনুদ্দিনকে চাপা দেয়। এতে মাঈনুদ্দিন ঘটনাস্থলে নিহত হয়। মাঈনুদ্দিন নিহত হওয়ার পর বিক্ষুব্ধ জনতা ৯টি বাস আগুন দিয়ে পুড়িয়ে দেয়, এ সময় আরও ৩টি বাসে ভাঙচুর করা হয়। এই ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ