ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের নিয়ে তিন দিনব্যাপী অবহিতকরণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। এ সময় দুই দিনব্যাপী উপজেলা রিসোর্স টিম সদস্যদের জন্য প্রাথমিক প্রশিক্ষণ (টিওটি) কোর্সেরও উদ্বোধন হয়। জেলা রিসোর্স টিমের (ডিআরটি) বাস্তবায়নে বরিশাল সার্কিট হাউস সম্মেলন কক্ষে গতকাল জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) আয়োজনে প্রশিক্ষণ শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে সংযুক্ত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল।