সাতক্ষীরার কালীগঞ্জে পিএফজি গ্রুপের ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় পিএফজি গ্রুপের আয়োজনে প্রেসক্লাবের হলরুমে ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়।
মিটিংয়ে পেভের কেন্দ্রীয় সমন্বয়কারী মাইমুনা আক্তার রুবির সভাপতিত্বে ও উপজেলা পিএফজি গ্রুপের সমন্বয়কারী সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পিএফজি গ্রুপের সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।
এ সময় আরও বক্তব্য দেন অ্যাম্বাসেডর শেখ সাইফুল বারী সফু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, অ্যাম্বাসেডর মাহফুজা খানম, অ্যাম্বাসেডর হাফিজুর রহমান শিমুল, পিএফজি গ্রুপের সদস্য অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, শেখ আনোয়ার হোসেন, ইলাদেবী মল্লিক, শেখ ইকবাল আলম বাবলু, এস এম আহমদ উল্লাহ বাচ্চু, কনিকা সরকার, শম্পা গোস্বামী, সৈয়দ মাহবুবুর রহমান, সাফিয়া পারভিন, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, আব্দুল করিম মামুন হাসান, শেখ আবু তাহের, খুলনা সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা রাজনৈতিক নেতাদের একত্রিত করে গোলটেবিল বৈঠকের মাধ্যমে আন্তরিকতাপূর্ণ আলোচনা মাধ্যমে এলাকার ইসু গুলি চিহ্নিত করে সমস্যার সমাধান করা সম্ভব। সভায় তথ্য বিষয়ক, নারী নির্যাতন বিষয়ে, অর্থ বিষয়ক ও যোগাযোগ বিষয়ে, চারটি উপ-কমিটি গঠন করা হয়।