পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠান ড্যানিশ ফুডসের বিরুদ্ধে প্রায় সাড়ে ৩ কোটি টাকার ভ্যাট ফাঁকির মামলা করেছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর। মামলার পাশাপাশি আরও ভ্যাট ফাঁকির সন্দেহে প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রমের ওপর বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
গতকাল মঙ্গলবার অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্যাট গোয়েন্দার একটি তদন্তদল ড্যানিশ ফুডসের দলিলপত্র, ভ্যাট দেওয়ার ট্রেজারি চালান যাচাই-বাছাই করে বিভিন্ন সেবা খাতের বিপরীতে ৩ কোটি ৪৩ লাখ ৫৭ হাজার টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ পেয়েছে। এর সঙ্গে সুদ পাওনা হয় ২ লাখ ৩২ হাজার ৮৪৬ টাকা। সব মিলিয়ে ৩ কোটি ৪৬ লাখ ভ্যাট ফাঁকি ধরা পড়ে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি অপরিশোধিত ভ্যাটের অভিযোগ মেনে নিয়ে স্বপ্রণোদিত হয়ে ২ কোটি ৪৫ লাখ ৯০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে বলেও জানানো হয়। তবে এখনো মোট অর্থের একটি অংশ বকেয়া রয়েছে।