ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে ওসমানীনগরের ৮ ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থী বাছাই সভা হবে আগামীকাল। বেলা সাড়ে ১১টায় উপজেলার আধুনিক কমিউনিটি সেন্টারে নৌকার প্রার্থী বাছাইয়ে এই সভা অনুষ্ঠিত হবে।
সভায় উপস্থিত থাকবেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন খাঁনসহ জেলার নেতারা।
উপজেলার ৮ ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ দায়িত্বশীলদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু।