বিদ্যুতের খুঁটির জন্য মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া বাসস্ট্যান্ডের তিন সড়কের মোড়ে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগেই থাকত। অবশেষে সেই খুঁটি সরানো হয়েছে। সম্প্রতি খুঁটিটি সরিয়ে সড়কের এক পাশে নেওয়া হয়েছে। এর আগে এ নিয়ে গত বছরের ২৮ জুন ‘রাস্তার মোড়ে বিদ্যুতের খুঁটি, যানজটে দুর্ভোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সাটুরিয়া থেকে পাকুটিয়া, সাটুরিয়া থেকে গাবতলী ও বালিয়াটি থেকে মানিকগঞ্জ—এই তিন সড়কের মোড়ে অনেক আগে থেকেই ওই বিদ্যুতের খুঁটিটি বসানো ছিল। ফলে এই সড়ক দিয়ে বালিয়াটি জমিদার বাড়ি দেখতে এসে খুঁটির কারণে সৃষ্টি হওয়া যানজটের কারণে ভোগান্তিতে পড়তেন পর্যটকেরা। আর স্থানীয় বাসিন্দারা তো প্রতিদিন এ দুর্ভোগে পড়তেন। খুঁটিটি সরানোর পর যানজট মুক্ত হয়েছে ওই মোড়।
সাটুরিয়া এসবি লিংক বাসের চালক শাকিল বলেন, ‘একটি বিদ্যুতের খুঁটির জন্য ওই মোড়ে গাড়ি ঘোরানো যেত না। মোড় নিতে না নিতেই আরেক পাশ থেকে আরেক গাড়ি চলে আসত। গাড়ি নিয়ে যেতে পারতাম না। ফলে ঘণ্টার পর ঘণ্টা যাত্রী নিয়ে মোড়ে আটকে থাকতে হতো। ওই খুঁটি সরানোর পর এখন আর যানজট হয় না। সব সমস্যা সমাধান হয়েছে।’
পল্লী বিদ্যুতের সাটুরিয়া এরিয়া জোনের ডিজিএম মো. ওবাইদুল্লাহ আল মাসুম বলেন, জননিরাপত্তার জন্য ওই খুঁটি সরানো হয়েছে। আর যানজটের মূল কারণ ওই খুঁটি নয়, সড়কের দুপাশে সিএনজিচালিত অটোরিকশা ও হ্যালো বাইক থাকার কারণে যানজট হয়।