হোম > ছাপা সংস্করণ

বেদেদের জন্য হবে ক্লিনিক

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকায় বেদে ও ভাসমান জনগোষ্ঠীর জন্য স্থায়ী ক্লিনিক স্থাপনের আশ্বাস দিয়েছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু। গতকাল বুধবার পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে সাভারে সেবা ক্যাম্প পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। গতকাল সকালে সাভার পৌর এলাকার বক্তারপুর বেদেপল্লিতে এ বিশেষ সেবা ক্যাম্পের আয়োজন করা হয়।

সেবা ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. রমজান আহমেদ। এ আয়োজনের সভাপতিত্ব করেন সাভার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন। এ সময় প্রায় দেড় শ গর্ভবতীকে প্রজনন স্বাস্থ্য নিয়ে পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পথ্য বিতরণ করা হয়েছে।

কাউন্সিলর রমজান আহমেদ বলেন, সুবিধাবঞ্চিত, অবহেলিত মানুষের বাস এই জেলেপল্লিতে। এর আগে তারা এমন কোনো সেবা পাননি। আয়োজনে উপস্থিত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্বাস্থ্যসেবা বৃদ্ধির করার জন্য এই এলাকায় স্বাস্থ্যকেন্দ্র বা ক্লিনিক স্থাপনের আহ্বান জানান তিনি।

এ আহ্বানে সাড়া দিয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু বলেন, ‘এখানে স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করার জন্য পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে স্থায়ীভাবে সেবা কার্যক্রম চালু করার জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করব। আপাতত হয়তো ক্লিনিক হিসেবে আমরা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিচালনা করতে পারব।’

সাহান আরা বানু বলেন, ‘সত্যিকার অর্থে এখানে এসে আমি অভিভূত হয়েছি। এখানে সেবাগ্রহীতারা যাযাবর জীবন যাপন করে। স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে তারাও যে স্বাস্থ্যসেবা পাচ্ছে এটা সেবার অনন্য উদাহরণ।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ