বান্দরবানে শিক্ষার্থীদের মধ্যে করোনা সুরক্ষা টিকা কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা সদর হাসপাতালে শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া শুরু করে বান্দরবান স্বাস্থ্য বিভাগ।
গতকাল জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি, সিভিল সার্জন অংসুই প্রু মারমা, ডেপুটি সিভিল সার্জন মং টিং ঞো, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. আলমগীর, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা জিয়াউল হায়দারসহ স্বাস্থ্য বিভাগ এবং প্রশাসনের কর্মকর্তারা। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহণ করে।
ডা. অংসুই প্রু মারমা জানান, বান্দরবানে শিক্ষার্থীদের টিকাদানের জন্য প্রথম পর্যায়ে ৯ হাজার ৩৬০ ভায়াল ফাইজারের ভ্যাকসিন আনা হয়েছে। প্রথম পর্যায়ে জেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার ৭৮০ জন এইচএসসি পরীক্ষার্থীকে এই টিকাদানের পরিকল্পনা করা হচ্ছে। পর্যায়ক্রমে জেলার সব উপজেলার ছাত্রছাত্রীদের মধ্যে এই টিকা দেওয়া হবে।
সিভিল সার্জন অংসুই বলেন, ‘আমরা শিক্ষার্থীদের জন্য ফাইজারের টিকা এনেছি। আজ থেকে তা দেওয়া শুরু হয়েছে। পরে পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষার্থীদের আমরা ফাইজারের টিকা দেব।’ তবে তিনি হুঁশিয়ার বলেন, শুধু টিকা নিলে হবে না, টিকা নেওয়ার পাশাপাশি ঘরের বাইরে গেলে মাস্ক ব্যবহার করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা খুবই জরুরি।