এসএসসি পরীক্ষার ফলাফলে এবারও শরীয়তপুর জেলার মধ্যে প্রথম স্থান ধরে রেখেছে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। এ বছর প্রতিষ্ঠানটির এসএসসি পরীক্ষায় পাসের হার ৯৯ দশমিক ৫৫ শতাংশ। এর মধ্য বিজ্ঞান বিভাগে পাসের হার শতভাগ।
জানা যায়, ২০২১ সালে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪৪৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে মোট ৪৪১ জন শিক্ষার্থী পাস করেছে। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ১২৫ জন জিপিএ পাঁচ পেয়েছে।
গতকাল বুধবার ফলাফল ঘোষণা করার পর বাধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে পাস করা শিক্ষার্থীরা। ব্যান্ড বাজিয়ে নেচে গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থী ও অভিভাবকেরা।
গত বছরও এসএসসি পরীক্ষার ফলাফলে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করে।