দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ঢাকার উপপরিচালক পরিচয় দিয়ে এক ফটোসাংবাদিককে মোবাইল ফোনে হুমকি-ধমকি ও অশ্লীল ভাষায় গালমন্দ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রংপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী সাংবাদিক গোলজার রহমান আদর। তিনি রংপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে রয়েছেন। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেন গোলজার রহমান আদর।
অভিযোগে জানা গেছে, সোমবার দুপুর একটার দিকে অচেনা একটি নম্বর থেকে ফোন দিয়ে সালাউদ্দিন নামে ওই ব্যক্তি নিজেকে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকার উপপরিচালক হিসেবে পরিচয় দেন। একপর্যায়ে অফিসের টিঅ্যান্ডটি নম্বর থেকে ফোন দিতে বলেন গোলজার। পরে ওই ব্যক্তি রেগে গিয়ে অশ্লীল ভাষায় গালমন্দ করার পাশাপাশি মামলার বিষয়ে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।
সাংবাদিক আদর আরও জানান, ২০১৯ সালের ২৭ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয় রংপুর থেকে তাঁর বিরুদ্ধে একটি মামলা হয়। এখন সেটি বিচারাধীন রয়েছে। এ পরিস্থিতিতে মামলা সংক্রান্ত বিষয়ে জানতে চেয়ে মুঠোফোনে ভয়ভীতি দেখানোর ঘটনায় তিনি শঙ্কিত বলে জানান। এ কারণে থানায় জিডি করেছেন।
সালাউদ্দিন নামে পরিচয় দেওয়া ওই ব্যক্তির মোবাইল নম্বরে ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়।