চাঁপাইনবাবগঞ্জে নাশকতাবিরোধী অভিযান চালিয়ে পাঁচটি অবিস্ফোরিত ও তিনটি পরিত্যক্ত ককটেল উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা-পুলিশ। গত সোমবার রাতে পৌর এলাকার আরামবাগের একটি গ্যারেজে তল্লাশি চালিয়ে পাঁচটি ককটেল ও নির্বাচন অফিসের পেছন থেকে তিনটি পরিত্যক্ত ককটেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের শফিকুল ইসলাম ও রাণীহাটি ইউনিয়নের কাইঠাপাড়ার ওলি আহম্মেদ।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার শহরের আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি অবিস্ফোরিত ও নির্বাচন অফিসের পেছন থেকে তিনটি পরিত্যক্ত ককটেল উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পাঁচজনকে পলাতক আসামি করে বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।