চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে জেলায় কর্মরত ও অবসরপ্রাপ্ত ৬৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মহান বিজয়ের মাসে জেলা পুলিশের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনসে এ সংবর্ধনার আয়োজন করা হয়। পুলিশে কর্মরত এবং অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার এস এ এম ফজল-ই-খুদা।
মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (অবসরপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফফর হোসেন।
অনুষ্ঠানে আসা বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, আব্দুল হাকিম ও আবুল হোসেন যুদ্ধে তাঁদের বীরত্বগাথা স্মৃতিচারণা করেন। আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের অন্যান্য সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেষে সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধাদের উপহার দেওয়া হয়।