খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামায় প্রথমবারের মতো নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তার প্রশাসনিক দায়িত্ব বুঝে নিয়েছেন। গত বুধবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান নতুন ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর ইউএনও রাশিদা আক্তার বিদায়ী ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলামের কাছে থেকে তাঁর দায়িত্বভার বুঝে নেন।
ইউএনও রাশিদা আক্তার বলেন, সবার সঙ্গে সমন্বয় করে আগের ধারাবাহিকতা বজায় রেখে সার্বিক কার্যক্রম পরিচালনা করা হবে।