হোম > ছাপা সংস্করণ

জিপিএ-৫ পেয়েও দুশ্চিন্তায়

অভয়নগর (যশোর) প্রতিনিধি

রুকসানা খাতুন। জন্মের পর থেকেই দারিদ্র্যের সঙ্গে প্রতিটি মুহূর্ত লড়াই করে চলেছে সে। তবুও লেখাপড়ার হাল ছাড়েনি। যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে রুকসানা খাতুন। তার স্বপ্ন, ভবিষ্যতে চিকিৎসক হয়ে গরিব অসহায়দের সেবা করার। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে তার সেই স্বপ্ন পূরণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেলেও অর্থ সংকটের কারণে রোকসানার বাবা তাকে ভর্তির জন্য আবেদন করিয়েছেন মানবিক বিভাগে।

রুকসানা খাতুন নওয়াপাড়া পৌরসভার ভাঙ্গাগেট গ্রামের মো. আনিছ শেখের মেয়ে। বাবা একজন ফেরিওয়ালা। তাঁর পক্ষে মেয়ের ভবিষ্যতের পড়ালেখার খরচ জোগানো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কোনোভাবেই আর্থিক সংকটের কাছে হার মানতে নারাজ রুকসানা খাতুন। সে উপজেলার পূর্বাচল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছে। রুকসানার মা রেশমা বেগম গৃহিণী। এক বোন ও এক ভাইয়ের মধ্যে রুকসানা বড়। অভাবের কারণে তার পড়ালেখা প্রায় বন্ধের উপক্রম। জমি বলতে বাড়ির ভিটাটুকু ছাড়া আর কিছুই নেই।

আনিছ শেখ বলেন, ‘মেয়ে ভালো ফল করেছে। সে আরও পড়তে চায়। তাই ওর পড়ালেখার খরচ নিয়ে এখন দুশ্চিন্তায় আছি। স্বল্প আয়ে চার সদস্যের পরিবারের খরচ চলে। শুধু এটুকু বলতে পারি, মেয়ের লেখাপড়া করাতে গিয়ে অনেক কষ্ট হচ্ছে।’

রুকসানা খাতুন জানায়, প্রতিদিন সে পাঁচ থেকে ছয় ঘণ্টা পড়ালেখা করেছে। আবার কখনো কখনো বাবার কাজে সহযোগিতা করেছে। এসএসসি পরীক্ষার মতো স্কুল জীবনের সব পরীক্ষায় ভালো ফল করেছে রুকসানা। ভবিষ্যতে চিকিৎসক হয়ে গরিব অসহায়দের সেবা করতে চায় সে। তবে এ জন্য আর্থিক সহযোগিতা পেলে পূরণ হবে রুকসানার স্বপ্ন।

পূর্বাচল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধনঞ্জয় কুমার বিশ্বাস বলেন, ‘আমাদের বিদ্যালয়ে রুকসানাকে সম্পূর্ণ বিনা মূল্যে পড়িয়েছি। শুধুমাত্র বোর্ড ফি নিয়ে তাকে এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছি। বর্তমান অর্থের অভাবে উচ্চ শিক্ষাগ্রহণ করা তার জন্য বড়ই কষ্টের হয়ে দাঁড়িয়েছে। সমাজের শিক্ষানুরাগী কোনো ব্যক্তির একটু সহযোগিতা পেলে তার উচ্চশিক্ষার পথ নিশ্চিত হতে পারে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ