সিরিয়াল জটিলতা, আধিপত্য বিস্তার ও অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে শ্রীমঙ্গল-ভানুগাছ রুটের ভানুগাছ সিএনজি সমিতি ও মোহজিরাবাদ সমিতি ১১ দিন ধরে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রেখেছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, ব্যবসায়ী, পর্যটক ও সাধারণ যাত্রীরা। এ বিষয়ে দুই উপজেলার সিএনজি সমিতির সভাপতি বাদী হয়ে আদালতের মাধ্যমে পাল্টাপাল্টি মামলা করছেন।
জানা যায়, গত ১৬ নভেম্বর সিরিয়াল জটিলতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভানুগাছ-শ্রীমঙ্গল রুটের কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ী চা-বাগান এলাকায় ভানুগাছ বাজার চৌমুহনী সিএনজি গ্রুপ শ্রমিকদের সঙ্গে শ্রীমঙ্গল সিএনজি শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১৭ জন আহত হন। ঘটনার পর থেকে ওই রোডে সিরিয়ালের সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় উভয় সমিতি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
ভানুগাছ শ্রীমঙ্গল স্ট্যান্ডের আহ্বায়ক আব্দুর রহমান বলেন, ‘দুই উপজেলায় গাড়ি চলাচল বন্ধ হওয়ার কারণে আমাদের অবস্থা খুব খারাপ। আমাদের স্ট্যান্ডের চালকেরা পরিবার নিয়ে কষ্টে আছেন। আগে আমরা প্রতিদিন ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা রুজি করতাম। কিন্তু এখন ৩০০ থেকে ৪০০ টাকা রোজগার করা অনেক কষ্ট হচ্ছে। আমার চাই উভয় সমিতি বিষয়টি দ্রুত সমাধান করুক।’
মৌলভীবাজার জেলা সিএনজি অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক সেলিম আহমেদ বলেন, আমরা জেলা সিএনজি চালক সমিতি ও দুই উপজেলার স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ মিলে বিষয়টি মীমাংসা করার জন্য চেষ্টা করছি।