দারুণ খেলে অপরাজিত থেকে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল পাকিস্তান। কিন্তু সেমির লড়াইয়ে ম্যাথু ওয়েডের শেষ মুহূর্তের ঝড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে পাকিস্তান। হেরেও অবশ্য দেশের সমর্থক ও সাবেক ক্রিকেটারদের সমর্থন পাচ্ছে পাকিস্তান।
অস্ট্রেলিয়ার কাছে হারার পর টুইটারে বাবরদের সান্ত্বনার বাণী শুনিয়েছেন দেশের প্রধানমন্ত্রী ও সাবেক অধিনায়ক ইমরান খান। বিশ্বকাপ জয়ী ইমরান বলেন, ‘বাবর আজম আর তাঁর দলকে বলছি, আমি জানি তোমাদের মনে এখন কী চলছে। তোমাদের মতো আমিও মাঠে এমন দুঃখ পেয়েছি। তবে তোমরা যা করেছ, জয়ের পর যে বিনয় দেখিয়েছ—সে জন্য তোমাদের গর্ব করা উচিত।’
আরেক সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড সভাপতি রমিজ রাজা বলেছেন, ‘তোমাদের ধন্যবাদ। যেভাবে তোমরা লড়েছ সে জন্য গর্বিত।’
এ ছাড়া অন্যদের মধ্যে ওয়াসিম আকরাম, শোয়েব আখতার ও মোশতাক আহমেদের মতো কিংবদন্তিরাও বাবরদের চেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।