হোম > ছাপা সংস্করণ

ভুল বিমানে

সম্পাদকীয়

তাওয়াংয়ে যাওয়ার ঘটনা লিখেছেন নবনীতা দেবসেন। সে এক অসাধারণ অভিজ্ঞতা। ট্রাকে করে একা চলে গেছেন নতুনের সন্ধানে। সেই  অভিজ্ঞতার কথা বারবার লিখতে চেয়েছেন। কিন্তু অনেক দিন পারেননি। ভেবেছেন, লিখে ফেললে তো সেটা সবার সম্পত্তি হয়ে গেল। একা একা তারিয়ে তারিয়ে বিষয়টি উপভোগ না করলে চলবে কীভাবে?

তো, সেই ভ্রমণের আগের একটি ঘটনা। নবনীতা সারা জীবনই মুক্ত মানুষ। তিনি নিজেই বলেছেন, ‘আমি বড় চঞ্চল, বড় অস্থির। কখনো এস্পার, কখনো ওস্পার। এই ছিলুম ঘরে, এই বসেছি পাড়ে।’

দমদম এয়ারপোর্ট থেকে গোয়াহাটি পর্যন্ত এসে ট্রানজিটে বসে ছিলেন নবনীতা। সেখানে দেখা ড. আশুতোষ ভট্টাচার্যের সঙ্গে। তিনিই জিজ্ঞেস করলেন, ‘কী ব্যাপার? নবনীতা যে? এদিকে কোথায়?’

নবনীতা প্রণাম করতে করতে জবাব দিলেন, ‘এই যে একটু যোড়হাটে।’

‘শিবসাগরে সাহিত্য সভায়?

আমিও তো সেদিকে।’

‘না, আমি শিবসাগরে যাচ্ছি না। আমি যাচ্ছি যোড়হাটে। সেখানে মহিলা সাহিত্যিক সম্মেলন হচ্ছে।’

গোয়াহাটি বিমানবন্দর থেকে ঘণ্টাখানেক পরে যোড়হাটের প্লেনে চেপে বসতে হবে। সেখানে নেমে ড. আশুতোষ চলে যাবেন শিবসাগর।

ঘোষণা এল, ‘এবার যোড়হাটের যাত্রীরা বিমানে উঠে পড়ুন।’

নিরাপত্তা তল্লাশি হয়ে গেছে, তাই দুজনে মিলে উঠে পড়লেন একটা প্লেনে, চালিয়ে গেলেন কথা। নবনীতা লক্ষ করলেন, আশপাশের লোকজন তাঁদের দিকে তাকিয়ে উসখুস করছে। নবনীতাই জিজ্ঞেস করলেন, ‘সরি, আমরা কি বড্ড জোরে জোরে কথা বলছি?’

এক ভদ্রলোক বললেন, ‘আপনারা দুজন বোধ হয় যোড়হাটে যাচ্ছেন?’
‘আজ্ঞে হ্যাঁ।’ বলেন নবনীতা।

‘এই প্লেনটা তো দমদমে যাচ্ছে। তাই ভাবছিলুম…’
প্লেনসুদ্ধ সবাই বলতে থাকে, ‘নেমে যান, নেমে যান।’

ঊর্ধ্বশ্বাসে ড. আশুতোষ আর নবনীতা নেমে আসেন প্লেন থেকে। দৌড়াতে থাকেন সামনের দিকে। অদূরে দাঁড়িয়ে আছে পুঁটিমাছের মতো ছোট্ট এক উড়োজাহাজ! যার গন্তব্য যোড়হাট।

সূত্র: নবনীতা দেবসেন, ট্রাক বাহনে ম্যাকমাহনে, পৃষ্ঠা ৬-৮

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ