বাগেরহাটের শরণখোলায় পাখি শিকারের দায়ে কবিরুল খান (৪৫) নামে এক ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার সোনাতলা গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করে পুলিশ।
এ সময় তাঁর কাছ থেকে ছয়টি ঘুঘুসহ একটি খাঁচা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে জরিমানা করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকী ও শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন ঘুঘুগুলো অবমুক্ত করেন।
তাফালবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, উপজেলার বিভিন্ন ফসলের মাঠ ও তুলনামূলক নিরাপদ এলাকায় বিশেষ কৌশলে ফাঁদ ও জাল পেতে দেশীয় পাখি শিকার করা হচ্ছে খবর পেয়ে সোনাতলা গ্রাম থেকে কবিরুলকে আটক করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকী বলেন, পাখি শিকারি চক্রের অপতৎপরতা প্রতিহত করা হবে। এ বিষয়ে সবাইকে সচেতন থেকে সহযোগিতার আহ্বান জানান তিনি।