হোম > ছাপা সংস্করণ

বেতাগীতে অজ্ঞান পার্টির খপ্পরে ১৬ জন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে তাবলিগ জামাতের ১৬ সদস্যকে অচেতন করে সর্বস্ব লুটে নেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে এশার নামাজের পরে বেতাগী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ইফরান মৌলভির বাড়ির মসজিদে এ ঘটনা ঘটে।

অসুস্থ ব্যক্তিদের মধ্যে ৮ জনকে বেতাগী উপজেলা ৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ঢাকার কাকরাইল মসজিদ থেকে তাবলিগ জামাতের ১৭ সদস্যের একটি দল ওই মসজিদে যায়। এর আমির সোনাইমুড়ীর বাসিন্দা মুহাম্মদ রুস্তুম। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার সময় হঠাৎ তাঁরা অসুস্থবোধ করেন। বিছানা থেকে কেউ উঠে দাঁড়াতে পারছিলেন না।

পরে স্থানীয় তাবলিগ জামাতের লোকজন ও পুলিশ খবর পেয়ে সেখানে যান। এরপর গুরুতর অসুস্থ জামালপুরের মো. ইব্রাহিম খলিল (৬৫), মো. শহীদুল্লাহ (৬৯), মো. শাহাবুদ্দিন (৬০), সাইদুর রহমান (৬৮), চাঁদপুরের মো. আনোয়ার হোসেন (৫৯), ঢাকার বসুন্ধরার মো. মাহামুদুল হাসান (৬০), সোনাইমুড়ির মো. আবুল বাসার (৬২) ও মো. কামাল হোসেনকে (৫০) উদ্ধার করে রাত দুইটার দিকে হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়দের ধারণা দুর্বৃত্তরা রাতের খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে তাদের সর্বস্ব লুটে নেওয়ার চেষ্টা চালায়।

বেতাগী থানার ওসি শাহআলম হাওলাদার বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ